Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০২৫

এয়ার টিকিটের মূল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2025-05-07

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে গত ০৪/০৫/২০২৫ইং তারিখ এয়ার টিকিটের মূল্য বিষয়ে একটি  সভা অনুষ্ঠিত হয় ।  সভায় সভাপতিত্ব করেন কমিশনের সম্মানিত চেয়ারপার্সন জনাব এ এইচ এম আহসান।সভায় আলোচনা করা হয় যে, বিভিন্ন ট্রাভেল এজেন্সি মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইটের ক্ষেত্রে যাত্রীদের নাম, পাসপোর্ট, ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ছাড়াই অগ্রিম PNR তৈরি করে গ্রুপ সিট বুক করে রাখছে। এতে কৃত্রিম আসন সংকট তৈরি হয়ে বাজারে টিকিটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষেত্র বিশেষে টিকেটের দাম ২০%  থেকে ৫০% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভোক্তা, প্রবাসী শ্রমিক, ওমরাহ যাত্রী এবং বিদেশগাদমী শিক্ষার্থীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আটাব, এওএবি, ইউএস বাংলা এয়ারলাইন্স, অ্যাস্ট্রা এয়ারওয়েজসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ সভায় অংশগ্রহণ করে সমস্যাগুলোর বিশদ চিত্র তুলে ধরেন। আলোচনায় উঠে আসে বিমানের জ্বালানি তেল ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিসে একচেটিয়া মনোপলি, মূল্য নির্ধারণে স্বচ্ছতার অভাব,   বিদেশি এয়ারলাইন্সগুলোর প্রভাবের কথা।সভাপতি জনাব এ এইচ এম আহসান বলেন, “সরকার কর্তৃক প্রদত্ত ১০টি নির্দেশনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। হজ্ব মৌসুম সামনে থাকায় সবাইকে সম্মিলিতভাবে ভোক্তাদের স্বার্থে কাজ করতে হবে।”

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বাজারে ন্যায্য প্রতিযোগিতা বজায় রাখতে ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।